spot_img

প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ শেষ করার ক্ষমতা রয়েছে: সিনেটর বার্নি স্যান্ডার্স

অবশ্যই পরুন

গাজায় ইসরায়েল সৃষ্ট দুর্ভিক্ষ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। মার্কিন প্রেসিডেন্টের ওপর ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে সিনেটর লিখেছেন:

‘স্পষ্ট করে বলি: প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে ফিলিস্তিনি জনগণের অনাহার শেষ করার ক্ষমতা রয়েছে। কিন্তু তিনি কিছুই করছেন না, শুধু বসে বসে এই দুর্ভিক্ষ হতে দেখছেন।’

তিনি আরও লিখেছেন: ‘এবার যথেষ্ট হয়েছে। নেতানিয়াহুর যুদ্ধযন্ত্রে আর কোনো মার্কিন করদাতার অর্থ নয়।’

উল্লেখ্য, শুক্রবার (২২ আগস্ট) প্রথমবারের মতো গাজা সিটি এবং এর আশপাশের এলাকাগুলোতে দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি দুর্ভিক্ষের পঞ্চম পর্যায়ে পৌঁছেছে। এ ধাপে চরম ক্ষুধায় বহু মানুষ মারা যেতে পারে। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ দুর্ভিক্ষের এই চরম রূপ খান ইউনিস ও দেইর আল-বালাহসহ আরও কিছু এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এতে গাজাজুড়ে ৫ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বে।

সূত্র: আল জাজিরা।

সর্বশেষ সংবাদ

সাধারণ মানুষ গণভোট-সনদ বোঝে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটি দল বলছে- নির্বাচনের আগে গণভোট হতে হবে। আমরা বলেছি- গণভোট হবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ