চোটের কারণে টানা ১৫ দিন বাইরে থাকার পর ফিরলেও অস্বস্তি অনুভব করায় বিশ্রামে ছিলেন লিওনেল মেসি। তবে তাকে ছাড়াই জয় পেয়েছে ইন্টার মায়ামি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ঘরের মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার-ফাইনাল ম্যাচে টিগ্রেসকে ২-১ গোলে হারায় মায়ামি। পেনাল্টি থেকে দলের দুটি গোলই করেন সুয়ারেজ। টিগ্রেসের পক্ষে একটি শোধ দেন অ্যাঞ্জেল কোররেয়া।
এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। প্রতিপক্ষের ডিফেন্ডার হাভিয়ের আকুইনোর হ্যান্ডবলের কারণে পেনাল্টি পেয়ে স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি সুয়ারেজ। তবে মায়ামির স্বস্তি বেশিক্ষণ টেকেনি। প্রথমার্ধে সতীর্থের সঙ্গে ধাক্কা খেয়ে ইনজুরিতে পড়েন ডিফেন্ডার জর্দি আলবা, যার কারণে তিনি আর দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেননি।
দ্বিতীয় ধাপের শুরুতেই রেফারিদের সঙ্গে বিতর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন কোচ মাশ্চেরানো। এরপর তাকে ভিআইপি আসন থেকে সহকারী কোচকে ফোনে কৌশল জানাতে দেখা যায়, যা টিভি ক্যামেরায় ধরা পড়ে। এর ফলে সেমিফাইনালে ডাগআউটে থাকবেন না এই আর্জেন্টাইন কোচ।
৬৭তম মিনিটে টাইগ্রেসের অ্যাঞ্জেল কোরেয়া গোল করে সমতা ফেরালেও, আবারও হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় মায়ামি। সুয়ারেজ দ্বিতীয়বারের মতো গোল করে দলকে লিডে ফিরিয়ে আনেন এবং শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রেখে জয় নিশ্চিত করে।
সেমিফাইনালে ইন্টার মায়ামি অরল্যান্ডো সিটি ও মেক্সিকান ক্লাব তোলুকার মধ্যকার জয়ী দলের বিপক্ষে খেলবে।