spot_img

কেইন-দিয়াজ নৈপুণ্যে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন মিউনিখ

অবশ্যই পরুন

এমএইচপি অ্যারেনায় স্বাগতিক স্টুটগার্ডকে ২-১ গোলে হারিয়ে জার্মান সুপার কাপ জিতেছে বায়ার্ন মিউনিখ। অভিষেকের দিনে জালের দেখা পেলেন লিভারপুল থেকে বাভারিয়ানদের দলে সদ্য আসা লুইস দিয়াস।

ম্যাচের শুরু থেকেই বল দখলে সমান তালে লড়াই করেছে স্টুটগার্ড ও বায়ার্ন। কিন্তু ম্যাচের ১৮ মিনিটে প্রথম জালের দেখা পায় জার্মানের জায়ান্ট বায়ার্ন। কেইনের গোলে এগিয়ে যাওয়ার পর পুরোটা সময়ই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বায়ার্নের হাতে। লিডে থেকেই বিরতিতে যায় বাভারিয়ানরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ- পাল্টা আক্রমণের খেলা। গোল শোধে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। উলটো গোল হজম করে শিরোপা জয়ের আশা অনেকটাই ফিকে হয়ে যায় তাদের। ম্যাচের ৭৭ মিনিটে আবারো স্টুটগার্ডের জালে বল। এবার স্কোর শিটে নাম লেখান দিয়াস। গোল করার পর লিভারপুলের সাবেক সতীর্থ দিয়োগো জোটার মতো করে উদযাপন করে এই কলম্বিয়ান।

তবে ম্যাচের শেষ দিক যোগ করা সময়ে জার্মান ফরোয়ার্ড ইয়েলিং একটি গোল শোধ করলে খেলায় কিছুটা রোমাঞ্চ জাগে। কিন্তু সমতাসূচক গোলের দেখা পায়নি স্টুটগার্ট। বছরের দ্বিতীয় শিরোপা জয়ের আনন্দে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

সর্বশেষ সংবাদ

সিরিয়ার দুটি শহরে ভয়াবহ বিমান হামলা চালালো ইসরায়েল

সিরিয়ার পশ্চিমে হোমস এবং উপকূলীয় শহর লাতাকিয়ায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সিরিয়ার...

এই বিভাগের অন্যান্য সংবাদ