spot_img

ইসরায়েলকে উত্তর কোরিয়ার হুংকার

অবশ্যই পরুন

গাজা উপত্যকা সামরিকভাবে দখল ও সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য প্রকাশ করে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র কেসিএনএকে বলেন, ‘ফিলিস্তিনের গাজা উপত্যকা সম্পূর্ণ দখলের ইসরায়েলি মন্ত্রিসভার ‘‘সিদ্ধান্ত’’ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’

গত শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ধাপে ধাপে পুরো গাজা দখলের পরিকল্পনা অনুমোদন দেয়। এ প্রসঙ্গে উত্তর কোরিয়ার মুখপাত্র বলেন, এই সিদ্ধান্ত স্পষ্ট করে দিচ্ছে যে ইসরায়েলের ‘গ্যাংস্টারসুলভ উদ্দেশ্য’ হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি ভূখণ্ড দখল করা।

তিনি আরও বলেন, গাজা উপত্যকা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ এবং ইসরায়েলের এই পদক্ষেপ মানবিক সংকটকে তীব্র করছে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ধ্বংস করছে।

উত্তর কোরিয়া হুংকার দিয়ে ইসরায়েলকে অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর অবৈধ সশস্ত্র হামলা বন্ধ করা এবং গাজা উপত্যকা থেকে সম্পূর্ণভাবে সরে যাওয়ার আহ্বানও জানিয়েছে।

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৬১ হাজার ৬০০ মানুষ নিহত হয়েছেন।

গত নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা চলছে।

সূত্র: আনাদোলু এজেন্সি 

সর্বশেষ সংবাদ

বিদেশি অলরাউন্ডারদের দাম এবার ২৫ বা ৩০ কোটিও ছুঁতে পারে: অশ্বিন

আইপিএলের আসন্ন নিলামকে সামনে রেখে বড় ধরনের দল পুনর্গঠনের পরিকল্পনা করছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এর অংশ হিসেবে অভিজ্ঞ...

এই বিভাগের অন্যান্য সংবাদ