spot_img

‘বিশ্ব দেখেছে, ইরানকে পরাজিত করা অসম্ভব’

অবশ্যই পরুন

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি বলেছেন, সম্প্রতি মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের সময় বিশ্ব দেখেছে- কীভাবে ইরানি জাতি এতটা শক্তিশালী হয়েছে। এই জাতিকে পরাজিত করা অসম্ভব।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) ইরানি বেসামরিক নাগরিক, সেনাসদস্য এবং পারমাণবিক বিজ্ঞানীদের শাহাদতের ৪০তম দিনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল মুসাভি বলেন, ‘বিশ্ব দেখেছে ইরানি জাতিকে পরাজিত করা যায় না, কারণ এই জাতির আত্মা ঈমানদারিত্ব দ্বারা অনুপ্রাণিত এবং এর ইতিহাসে আমেরিকার স্মৃতি গেঁথে আছে।’ খবর মেহেরে নিউজের।

তিনি বলেন, ‘ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার দিকনির্দেশনা এবং ইরানি জাতির সতর্কতার মাধ্যমে ইসলামী বিপ্লবের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। এই জাতি সবচেয়ে জটিল যুদ্ধক্ষেত্রেও শক্তি উৎপাদনের ক্ষমতা রাখে।”

১২ দিনের যুদ্ধে ইরানি জাতির দৃঢ়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই জাতির দৃঢ়তা শত্রুদের মনে শুধু ভয়ের বীজই বপন করে না, বরং যেকোনো বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ আরও শক্তিশালী করে তোলে।’

জেনারেল আরও বলেন, ‘শত্রুরা বুঝে গেছে, আগ্রাসন ইরানি জাতিকে আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে।’

তিনি অবৈধ ইসরায়েলি সরকারকে উল্লেখ করে বলেন, ‘এই সরকার সবসময়ই সবচেয়ে ঘৃণিত, এবং আমেরিকানরা তাদের সমর্থনের মাধ্যমে একই রকম ঘৃণার লক্ষ্যবস্তু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলি শাসক নেতানিয়াহু কেবল নিজের অবস্থান রক্ষার জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আমি পশ্চিমা দেশগুলোকে প্রশ্ন করতে চাই, তারা কি নিজেদের ভবিষ্যৎ নেতানিয়াহুর ওপরই নির্ভর করাবে?’

সবশেষে জেনারেল মুসাভি বলেন, ‘আমেরিকার মাধ্যমে দেওয়া সেই কাপুরুষোচিত আঘাত ইরানি জনগণ কখনোই ভুলবে না।’

সর্বশেষ সংবাদ

ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে ইসি

সারাদেশে নির্বাচন অফিসগুলোতে ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকায় কারো কোনো তথ্যে ভুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ