বাংলাদেশ নারী ফুটবল দল গড়েছে রেকর্ড। নিজেদের ইতিহাসের সেরা ফিফা র্যাঙ্কিংয়ের একেবারে কাছাকাছি নিয়ে এসেছে মেয়েরা। ফিফা প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশ এখন রয়েছে ১০৪তম স্থানে। এটি আগের অবস্থান থেকে ২৪ ধাপ উপরে। এটি দেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় র্যাঙ্কিং উন্নতি।
রেটিং পয়েন্টেও এসেছে বিশাল অগ্রগতি। গত হালনাগাদে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ১০৯৯.৩৬। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১১৭৯.৮৭ পয়েন্টে। অর্থাৎ, এক লাফে যোগ হয়েছে ৮০ পয়েন্ট।
এর আগেও, বড় র্যাঙ্কিং অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ। তবে ২০১৭ সালের মার্চে সর্বোচ্চ ১১ ধাপ এগিয়েছিল দলটি। এবারের ২৪ ধাপের লাফ সব রেকর্ড ছাপিয়ে দিয়েছে। শুধু তাই নয়, চলতি হালনাগাদে বিশ্বের কোনো দলই বাংলাদেশের চেয়ে বড় লাফ দিতে পারেনি।
এই অসাধারণ অর্জনের মূল কারণ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স। মিয়ানমারে অনুষ্ঠিত বাছাইপর্বে টানা তিন ম্যাচে বাহরাইন, স্বাগতিক মিয়ানমার এবং তাজিকিস্তানকে হারিয়ে বাংলাদেশ নিশ্চিত করেছে এশিয়ান কাপের মূলপর্বে প্রথমবারের মতো জায়গা। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপের স্বপ্নও এখন একদম সামনে।
তবে এখনও ইতিহাস গড়ার জন্য কিছুটা পথ বাকি। বাংলাদেশের ইতিহাসে সেরা র্যাঙ্কিং ছিল ১০০তম অবস্থান। ২০১৩ ও ২০১৭ সালে দুইবার এই অর্জন করেছিল মেয়েরা। সেই অবস্থানে ফিরতে হলে দলকে আরও এগোতে হবে ৫ ধাপ। ৯৯তম স্থানে থাকা ডমিনিকান রিপাবলিকের পয়েন্ট এখন ১২০১.০৫। বাংলাদেশকে সেখানে যেতে হলে পেতে হবে কমপক্ষে ২৩ পয়েন্ট।
ফিফার পরবর্তী র্যাঙ্কিং প্রকাশিত হবে ১১ ডিসেম্বর ২০২৫। এই সময়ের মধ্যে যদি দলটি আরও কিছু গুরুত্বপূর্ণ জয় তুলে নিতে পারে, তাহলে ইতিহাস গড়ার মঞ্চ প্রস্তুত।