spot_img

উল্টো পথে রিকশা, সাভারে লরিচাপায় প্রাণ গেল ৩ জনের

অবশ্যই পরুন

সাভারের আশুলিয়ায় লরিচাপায় নারী ও শিশুসহ রিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে একটি রিকশা উল্টো পথে ডিইপিজেডের দিকে যাচ্ছিল। সড়কে পানি জমে থাকায় রিকশাটি মাঝপথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ উল্টে যায়। ঠিক তখনই দ্রুতগামী একটি লরি রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজন নারী ও একটি শিশুকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লরিচাপায় একজন ঘটনাস্থলেই নিহত হন এবং বাকি দুজন হাসপাতালে মারা যান। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ

সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর করার মতো পূর্ণ সক্ষমতা বাংলাদেশ পুলিশের রয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ