spot_img

ছাত্রদল-এনসিপির সমাবেশ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার

অবশ্যই পরুন

রাজধানীতে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বইলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো: সাজ্জাত আলী।

রোববার (৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, অনলাইনে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু সমাবেশ ঘিরে কোনো হুমকি নেই। পুরো এলাকায় পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, বস্তিসহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। এ সময় নগরবাসীকে গুজবে কান না দিয়ে স্বাভাবিকভাবে চলাচলের আহ্বানও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

খাবার নিতে গিয়ে চোখে গুলি খেল ফিলিস্তিনি শিশুটি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণের সন্ধানে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আহত হয়েছে ১৫ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু। আবদুল রহমান...

এই বিভাগের অন্যান্য সংবাদ