spot_img

নিজের পারফিউম ব্র্যান্ড ‘ডিয়ার ডায়রি’ লঞ্চ করলেন রাশমিকা

অবশ্যই পরুন

দক্ষিণের প্রথম সারির অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার পর্দার গণ্ডি পেরিয়ে পা রাখলেন উদ্যোক্তা জগতে। এক সময় যে নাম কেবল রোমান্টিক হিট কিংবা অ্যাকশন ব্লকবাস্টারে শোনা যেত, এবার সেটি নতুন পরিচয়ে হাজির নিজস্ব পারফিউম ব্র্যান্ডের মালিক হিসেবে।

‘ডিয়ার ডায়রি’ নামের এই সুগন্ধির লাইন রাশমিকার জীবনের একান্ত অনুভূতি ও স্মৃতিরই সুগন্ধি রূপ। দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগে নিজের আবেগমাখা ভাবনা ও অভিজ্ঞতা শেয়ার করতেন তিনি। সেই আবেগ এবার গন্ধ হয়ে ধরা দিল এক নতুন পণ্যে।

রাশমিকা বলেন, “এই পারফিউমটা আমার এক টুকরো আত্মা… আমি খুবই উত্তেজিত, কিন্তু একই সঙ্গে ভীষণ নার্ভাস। সবার আশীর্বাদ চাই।” আত্মপ্রকাশের মুহূর্তে এমন আন্তরিক ভাষায় নিজের অনুভূতি প্রকাশ করলেন এই জনপ্রিয় অভিনেত্রী।

লঞ্চের পর থেকেই ‘ডিয়ার ডায়রি’ ঘিরে ভক্তদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে সামাজিক মাধ্যমে। তবে সবচেয়ে নজর কাড়ার বিষয় ছিল অভিনেতা বিজয় দেবরাকোন্ডার প্রতিক্রিয়া। রাশমিকার প্রোমো ভিডিওটি নিজের প্রোফাইলে শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন বিজয়, যা আরও একবার নতুন করে উস্কে দিয়েছে তাদের ঘনিষ্ঠতা ও প্রেমের গুঞ্জন।

পর্দায় যেমন আকর্ষণীয়, বাস্তব জীবনেও ঠিক ততটাই আত্মবিশ্বাসী ও সংবেদনশীল রাশমিকা। অভিনয়ের পাশাপাশি এবার তার সুগন্ধির জাদুতেও মুগ্ধ হচ্ছে অনুরাগীরা। গ্ল্যামার আর গভীরতা দুটিই যেন একত্রে মিশে আছে ‘ডিয়ার ডায়রি’তে।

সর্বশেষ সংবাদ

জিএস পদে জয়ের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় যা জানালেন এস এম ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদে জয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’...

এই বিভাগের অন্যান্য সংবাদ