spot_img

৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

অবশ্যই পরুন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সোমবার (২১ জুলাই) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ শিক্ষা ক্যাডারের আওতায় সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ কলেজে মোট ৬৮৩টি প্রভাষক পদের বিপরীতে এই নিয়োগ প্রক্রিয়া চালানো হবে।

এর মধ্যে সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিষয়ের প্রভাষক পদে ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে।

সবচেয়ে বেশি ৬১টি শূন্যপদ বাংলা বিভাগে। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টিসহ বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

সরকারি কলেজে শিক্ষক সংকট দূর করতে শিক্ষা ক্যাডারের ‘বিশেষ বিসিএস’ নিয়ে বেশ কয়েক বছর ধরেই আলোচনা চলছে। বিভিন্ন সরকারি কলেজে ৩ হাজার ৫৮৫টি পদ শূন্য রয়েছে। দ্রুত এসব পদ পূরণে ‘বিশেষ বিসিএস’ নেওয়ার প্রস্তাব দেয় শিক্ষা মন্ত্রণালয়।

আবেদন বিস্তারিত, আবেদনের পদ্ধতি ও ফি জমাদানসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সর্বশেষ সংবাদ

বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, ছিল যুদ্ধবিমান: আইএসপিআর

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ