শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ দল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এটি শুধু টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ নয়, বরং শ্রীলঙ্কা সফরেরও শেষ ম্যাচ এটি।
বুধবার (১৬ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সিরিজ নির্ধারণী এই লড়াই।
সফরের শুরুতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১–০ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও শেষ ম্যাচে পরাজয় মেনে নিয়ে ২–১ ব্যবধানে হারে টাইগাররা। তাই আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগই নয়, বরং পুরো সফরের একমাত্র প্রাপ্তি নিশ্চিত করার লড়াইও।
প্রথম দুই টি টোয়েন্টি ম্যাচে দু’দলই একটি করে জয় পেয়েছে। ফলে আজকের তৃতীয় ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী ফাইনাল। মাঠে নামার আগে বাংলাদেশ দলে দেখা গেছে দুটি পরিবর্তন। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মেহেদী হাসান। পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় দলে ঢুকেছেন তানজিম হাসান সাকিব।
এদিকে বাংলাদেশের মতো স্বাগতিকরাও একাদশে দুটি পরিবর্তন এনেছে। দিনেশ চান্দিমাল ও কামিন্দু মেন্ডিসকে জায়গা করে দিতে ছিটকে গেছেন আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুনারত্নে। প্রায় সাড়ে ৩ বছর পর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ফিরলেন চান্দিমাল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে এ ডানহাতি ব্যাটার সর্বশেষ খেলেছিলেন।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, মাহেশ থিকসানা, জেফরি ভানডারসে, বিনুরা ফার্নান্ডো ও নুয়ান তুষারা।