লর্ডসে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে ভারতও ৩৮৭-তে অলআউট হয়! চতুর্থ দিন শেষেও দুদল ছিল সমতায়। জিততে হলে সোমবার (১৪ জুলাই) পঞ্চম দিনে ভারতকে করতে হতো ১৩৫ রান। আর ইংল্যান্ডের দরকার ছিল ৬ উইকেট।
এমন সমীকরণে লাল বলের খেলায় প্রত্যাশা ছিল দারুণ সমাপ্তির। হলোও তাই। শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসলো বেন স্টোকসের দল। ২২ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেলো স্বাগতিকরা।
লাঞ্চের সময় ভারতের ৮ উইকেট তুলে নেয়ায় ইংল্যান্ডের জয় মনে হচ্ছিল সময়ের অপেক্ষা। ভারতের রান তখন ১১২। কিন্তু এতো সহজে জয় আসেনি ইংলিশদের। নবম উইকেটে জসপ্রিত বুমরাকে নিয়ে ১৩২ বলে ৩৫ রানের জুটি গড়েন রবীন্দ্র জাদেজা। বুমরার আউটের পর মোহাম্মদ সিরাজ টিকে থাকেন ৩০ বলে। দশম উইকেটে ১৩.২ ওভার জাদেজাকে সঙ্গ দেন তিনি কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি মেন ইন ব্লুদের। শোয়েব বশিরের বলে সিরাজ বোল্ড হলে সিরিজে এগিয়ে যায় ইংল্যান্ড।
টেস্টে ৪টি সেঞ্চুরি থাকলেও রবীন্দ্র জাদেজা জীবনের অন্যতম সেরা ইনিংস খেললেন আজ। শুধু শুধুই তো তাকে টেস্টের সেরা অলরাউন্ডার বলা হয় না! বুমরাকে চাপে না ফেলতে প্রথম তিন বল এক প্রান্ত আগলে রাখেন তিনি। এরপর চতুর্থ বলে নিয়েছেন ১ রান। লাঞ্চের পর থেকে এভাবে দায়িত্ব নিয়ে খেলে গেছেন বাঁহাতি ব্যাটার। কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে ভারতের তরী ডুবে যায়। জাদেজা খেলেন ১৮১ বলে ৬১ রানের অপরাজিত এক ইনিংস।
চার বছর পর টেস্টে ফেরা জোফরা আর্চার এই ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। প্রথম ইনিংসে ২টি এবং দ্বিতীয় ইনিংসে ৩টি। ইংলিশ অধিনায়ক বেন স্টোকসও দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন ৩ উইকেট।
রোমাঞ্চকর এই জয়ে পাঁচ টেস্টের সিরিজে ২-১ এ এগিয়ে গেলো ইংলিশ বাহিনী।