spot_img

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, তীব্র খাদ্য সংকটে ভুগছে জনগণ

অবশ্যই পরুন

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর স্থল ও আকাশপথে হামলা আরও তীব্র হয়েছে। স্থানীয় সাংবাদিকদের মতে, পুরো অঞ্চল জুড়ে এখন অভাব আর ক্ষুধার চিহ্ন স্পষ্ট হয়ে উঠছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের হাতে আটক থাকা আরও ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য কয়েক দিনের মধ্যেই একটি চুক্তি সম্পন্ন হওয়ার আশা করছেন তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের গাজায় যুদ্ধ চলাকালীন এখন পর্যন্ত কমপক্ষে ৫৭,৭৬২ জন নিহত হয়েছেন এবং ১,৩৭,৬৫৬ জন আহত হয়েছেন।

এদিকে, গ্রিসের ‘কসমোশিপ ম্যানেজমেন্ট’ নামের একটি জাহাজ পরিচালনাকারী সংস্থা জানিয়েছে, এই সপ্তাহে লোহিত সাগরে ‘এটারনিটি সি’ নামের একটি কার্গো জাহাজে হুথি বিদ্রোহীদের হামলার পর এক জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং আরও চার জন নিখোঁজ রয়েছেন।

সর্বশেষ সংবাদ

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি মাহমুদ খলিলের

গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে আন্দোলনে যুক্ত থাকার 'মূল্য' হিসেবে যুক্তরাষ্ট্রে শতাধিক দিন আটক থাকার পর এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে...

এই বিভাগের অন্যান্য সংবাদ