spot_img

‘তাজিয়া মিছিলে ধাতব পদার্থ, ছুরি, তলোয়ার, আতশবাজি বহন করা যাবে না’

অবশ্যই পরুন

আগামী রোববার (৬ জুলাই) দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত হবে। আশুরা ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজধানীর পুরান ঢাকার লালবাগে পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত ব্রিফিং এবং নজরদারি বাড়াতে হোসাইনি দালান ইমামবাড়া ভবন পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

আশুরা উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্নক রেছে ধর্ম মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, এবারও মহররম পালন বা তাজিয়া মিছিলে কোনো ধরনের ধাতব পদার্থ, ছুরি, তলোয়ার, আতশবাজি বহন করা যাবে না।

শিয়া সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মহররম পালনের (মুসলমানদের আশুরা পালন) নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে উল্লেখ করে বলেন, এ উপলক্ষে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। আর অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত হোসাইনি দালানের প্রবেশমুখে অতিরিক্ত তল্লাশিও করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ