এসএমই খাতে অর্থায়নে বিদ্যমান জটিলতা দূর করতে বাংলাদেশ ব্যাংককে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (২ জুলাই) সকালে এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
অর্থ উপদেষ্টা বলেন, উদ্যোক্তারা ঋণ পেতে ভোগান্তির শিকার হলেও তাদের ঋণ পরিশোধের রেকর্ড তুলনামূলকভাবে ভালো। এ জন্য ব্যাংক কর্মকর্তা ও নীতিনির্ধারকদের আরও সক্রিয় ভূমিকা পালন করা উচিত।
এছাড়া, তিনি এসএমই খাতের ডেটাবেজ সঠিকভাবে তৈরি এবং দ্রুত ডিজিটালাইজেশন প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়ার ওপর জোর দেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ও প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে তিনি জানান।