spot_img

ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল’ বিল সিনেটে পাস

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল’ বিলটি সামান্য ব্যবধানে পাস হয়েছে। এটি বিলটির জন্য একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সিনেটে ২৪ ঘণ্টারও বেশি বিতর্কের পর বিলটি ৫০-৫০ ভোটে আটকে যায়। এরপর ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তার ‘টাই-ব্রেকিং’ ভোট দিয়ে বিলটি পাস করান।

এখন বিলটি আবারও আইনসভার নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেনটেটিভে যাবে। এর আগে হাউজ অব রিপ্রেজেনটেটিভে এটি মাত্র এক ভোটের ব্যবধানে পাস হয়ে সিনেটে এসেছিল। ট্রাম্প রিপাবলিকানদের আগামী ৪ জুলাইয়ের মধ্যে বিলটি চূড়ান্ত করে তার কাছে পাঠানোর সময়সীমা বেঁধে দিয়েছেন।

বিবিসি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটি তার টেবিলে পাঠানোর জন্য ৪ জুলাই পর্যন্ত সময়সীমা দিয়েছেন। কিন্তু ট্রাম্পের প্রধান সব কর্মসূচি বাস্তবায়নের জন্য বিগ বিউটিফুল বিল খুব গুরুত্বপূর্ণ হলেও বিলটির নানা বিষয় নিয়ে মতবিরোধের কারণে এ প্রক্রিয়ায় দেরিও হতে পারে। ট্রাম্প নিজেও মঙ্গলবার সকালে সেকথা স্বীকার করেছেন। তিনি বলেন, সময়সীমা পূরণ করা ‘খুবই কঠিন’ হবে।

তবে বিলটি নিয়ে বিতর্ক রয়েছে, বিশেষ করে সরকারের আয়ের ঘাটতি পূরণ, সামাজিক কর্মসূচিতে কাটছাঁট এবং সরকারের ব্যয় সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। এই বিলটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা, যার মাধ্যমে তিনি তার প্রথম মেয়াদের বৃহৎ ট্যাক্স ছাড়কে স্থায়ী করতে চান। এই ট্যাক্স ছাড়ের ফলে সৃষ্ট আয়ের ঘাটতি পূরণে খাদ্য ভর্তুকি ও নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যসেবায় অর্থ কাটছাঁট করতে চাইছে রিপাবলিকানরা, যা নিয়েই মূলত দ্বন্দ্ব। ট্রাম্পের নিজ দলের অনেক রিপাবলিকান সদস্যও এই বিলে সন্তুষ্ট নন, ফলে নিম্নকক্ষে এটি সহজে পাস হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ