spot_img

ন্যাটো সম্মেলনের ফাঁকে বৈঠকে ট্রাম্প-এরদোয়ান

অবশ্যই পরুন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আয়োজিত ন্যাটো সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছে তুরস্কের যোগাযোগ অধিদপ্তর।

বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুর পাশাপাশি তুরস্ক-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

এরদোয়ান বৈঠকে ইসরায়েল-ইরান সংঘর্ষে যুদ্ধবিরতিকে স্বাগত জানান, যা ট্রাম্পের মধ্যস্থতায় সম্ভব হয়েছে বলে উল্লেখ করা হয়। তিনি গাজা সংকটের স্থায়ী সমাধান এবং ইউক্রেন ইস্যুতে শান্তিপূর্ণ সংলাপ শুরুর ওপর জোর দেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, জ্বালানি, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে। এসব খাতে সম্পর্ক উন্নয়ন করলে দুই দেশের মধ্যে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

দুই নেতা ন্যাটো জোটের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে জোটের প্রতিরোধ সক্ষমতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, বাংলাদেশের অবস্থান কত?

ফিফা তাদের বছরের শেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে সোমবার (২২ ডিসেম্বর)। প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। এদিকে, বাংলাদেশ তাদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ