spot_img

ইসরায়েল-ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘন, স্পষ্ট বার্তা কাতারের প্রধানমন্ত্রীর

অবশ্যই পরুন

ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। তিনি স্পষ্ট করেছেন, এ খবর অত্যন্ত উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য।

আজ মঙ্গলবার (২৪ জুন) এক বিবৃতিতে তিনি জানান, যুক্তরাষ্ট্রের অনুরোধে কাতার তেহরানের সঙ্গে যোগাযোগ করে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করেছে।

তিনি বলেন, ‘আমরা যুদ্ধবিরতিকে স্বাগত জানাই। তবে আজ সকালে যে লঙ্ঘনের খবর এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য।’

শেখ মোহাম্মদ আরও বলেন, ‘আমরা আশা করি এই যুদ্ধবিরতি টিকে থাকবে এবং কূটনীতিই চূড়ান্ত সমাধানে পৌঁছাবে।’

উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েল-ইরান সংঘাতে উত্তেজনা চরমে পৌঁছালে যুক্তরাষ্ট্র ও কাতার উভয় পক্ষ শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেয়। তবে যুদ্ধবিরতির শুরুর পরপরই কিছু লঙ্ঘনের অভিযোগ সামনে আসে। যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করে ইরান-ইসরায়েল।

সর্বশেষ সংবাদ

‘ফ্যাসিবাদ মোকাবিলায় রাজনৈতিক দলগুলোতে কোনো মতবিরোধ নেই’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাশে থাকার আশ্বাস দিয়েছে চারটি রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলো হলো- বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী,...

এই বিভাগের অন্যান্য সংবাদ