spot_img

খামেনিকে ‘আর বেঁচে থাকতে দেয়া যায় না’: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

অবশ্যই পরুন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ‘আর বেঁচে থাকতে দেয়া যায় না’— এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। খবর, এএফপি’র।

বৃহস্পতিবার (১৯ জুন) ইসরায়েলের একটি হাসপাতালে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, একটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলের প্রধান হাসপাতাল সোরোকায় আঘাত হানে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং অন্তত ৪৭ জন আহত হন।

ইসরায়েল কাটজ বলেন, খামেনি প্রকাশ্যে ইসরায়েলকে ধ্বংস করতে চান বলে ঘোষণা দিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে হাসপাতালে আক্রমণ চালানোর নির্দেশ দেন। ইসরায়েল রাষ্ট্রের ধ্বংসই তার প্রধান লক্ষ্য। এমন একজন ব্যক্তির আর অস্তিত্ব থাকতে দেয়া যায় না।

উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এই হামলার নিন্দা জানিয়েছেন এবং তেহরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে সতর্ক করেছেন তিনি।

সর্বশেষ সংবাদ

আইজিপি বাহারুল আলমকে সরিয়ে দিতে সরকারকে লিগ্যাল নোটিশ

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসায় বর্তমান আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ