spot_img

নারী নির্যাতন দমনে কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার: উপদেষ্টা শারমীন মুরশিদ

অবশ্যই পরুন

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী নির্যাতন দমন করতে সরকার দৃশ্যমান কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। যা শিগগিরই দেশের মানুষ দেখতে পাবে। এসব সিদ্ধান্ত কার্যকর হলে নারী নির্যাতন কিছুটা হলেও কমবে।

রোববার (১৫ জুন) ঈদের পর সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নারী নির্যাতনের বিষয়টি কোনোদিনই এই দেশে নিয়ন্ত্রণের মধ্যে ছিল না। এখন যে কাজগুলো হাতে নিয়েছি সেগুলোর বিকাশ ঘটাতে ও প্রতিষ্ঠিত করতে আরও কিছু সময় লাগবে। এক্ষেত্রে অনেকগুলো অ্যাকশন নিয়েছি ও কাঠামোগত পরিবর্তন এনেছি। যেটা এখনও তুলে ধরা হয়নি। বায়োলন্স নজরে আসলেই ভুক্তভোগীকে চিকিৎসা ও আইনি সহায়তা দেয়া হচ্ছে। পাশাপাশি তদারকি ও পুনর্বাসনের ব্যবস্থাও করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, লম্বা ছুটির পর সবাই জোরেসোরে কাজ শুরু করবে বলে আশা করছি। যার যার কাজ তাকে করতে হবে। ওপরের পদের কর্মকর্তাদের কোনও ছুটি হয় না। ছুটি উপভোগ করে জুনিয়ররা।

সর্বশেষ সংবাদ

বিপিএল ফাইনালে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম

দেখতে দেখতে চলে এলো বিপিএলের সেই মাহেন্দ্রক্ষণ। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফাইনালে শিরোপার লড়াইয়ে নাজমুল হোসেন শান্তর রাজশাহী...

এই বিভাগের অন্যান্য সংবাদ