spot_img

জাতিসংঘের বৈঠকে বিবাদে জড়ালেন ইসরায়েল ও ইরানের প্রতিনিধিরা

অবশ্যই পরুন

ইসরায়েল ইরান যুদ্ধপরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বিবাদে জড়িয়েছেন ইসরায়েল ও ইরানের প্রতিনিধিরা। শুক্রবার (১৩ জুন) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইসরায়েলের এ আক্রমণকে বর্বর বলে আখ্যা দেয় ইরান। তাদের দাবি, পারমানবিক চুক্তি নিয়ে আলোচনা নস্যাৎ করতে এ হামলা চালিয়েছে তেলআবিব।

অন্যদিকে তেহরানের পারমানবিক হামলার হুমকিকে প্রতিহত করতে এ হামলা চালিয়েছে তেল আবিব, দাবি করে ইসরায়েল প্রতিনিধি।

এদিকে ইরানের পারমাণবিক সংস্থায় ইসরায়েলের আঘাত নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের রাশিয়া ও চীন প্রতিনিধি। তীব্র নিন্দা জানিয়েছেন তারা।

এছাড়া ইসরায়েল ও ইরানকে পাল্টাপাল্টি আক্রমণ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোশ্যাল হ্যান্ডেল এক্স এ পোস্ট দিয়ে দু’পক্ষকেই থামার নির্দেশ দেন তিনি।

সর্বশেষ সংবাদ

পশ্চিম তীর নিয়ে ইসরায়েলি মন্ত্রীর হুমকি, সৌদি আরবের কড়া নিন্দা

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের ওপর পূর্ণ সার্বভৌমত্ব আরোপের বিষয়ে এক ইসরায়েলি মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ