spot_img

১০ বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি দামে চামড়া বিক্রি হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

চামড়ার বাজার নিয়ে দেশে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘গত ১০ বছরে এবারই সবচেয়ে বেশি দামে চামড়া বিক্রি হয়েছে। এই ইতিবাচক দিকটি না তুলে ধরে উল্টো বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’

মঙ্গলবার (১০ জুন) নাটোরের চকবৈদ্যনাথ এলাকায় চামড়া ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।

শেখ বশিরউদ্দীন জানান, চট্টগ্রামে মৌসুমি ব্যবসায়ীরা ৬২০টি চামড়া নষ্ট করলেও ঢাকায় একটি চামড়াও পচেনি। বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে গোটা বাজার নিয়ে নেতিবাচক তথ্য ছড়ানো হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে মেলে না।

চামড়া সংরক্ষণে সরকারের উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, বিসিকের মাধ্যমে ট্যানারি মালিকদের লবণের নমুনা সরবরাহ করা হয়েছে এবং উপযুক্ত লবণ বাছাইয়ের পর সাড়ে ৭ লাখ মণ লবণ সারাদেশে বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, “লবণের দাম নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তাদের লবণচাষিদের স্বার্থও বিবেচনায় নিতে হবে।” তিনি জানান, একদিনে প্রচুর চামড়া বাজারে এলে দামে প্রভাব পড়ে, তবে সংরক্ষণ করে সময় নিয়ে বিক্রি করলে দাম আরও ভালো পাওয়া সম্ভব।

বাণিজ্য প্রসারে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমরা শুধু একটি বা দুটি দেশের সঙ্গে নয়, বরং ভারত, চীন, পাকিস্তান, যুক্তরাষ্ট্রসহ সব দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী।’

সভায় আরও উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত ও চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম সিদ্দিকী।

বাণিজ্য উপদেষ্টা হেলিকপ্টারে নাটোর স্টেডিয়ামে পৌঁছালে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত পরিদর্শন করেন।

সর্বশেষ সংবাদ

গণতন্ত্র ও ঐক্যের প্রশ্নে বিএনপির কোনো আপস নেই: মির্জা ফখরুল

স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ