spot_img

সিরিজ হেরে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আও এক ধাপ পেছাল বাংলাদেশ

অবশ্যই পরুন

ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও দশে নেমে গেছে টাইগাররা। আরব আমিরাত থেকে শুরু করে পাকিস্তান, টানা চারটি টি-টোয়েন্টিতে হেরে আফগানদেরও নিচে এখন লিটন-শান্তরা।

শনিবার (৩১ মে) আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১০–এ অবস্থান করছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত এ তালিকার ১৫ নম্বরে রয়েছে। বাংলাদেশের সাথে জিতে তাদের ৪ পয়েন্ট বেড়েছে। দলটির পয়েন্ট এখন ১৮৩।

এদিকে টানা চার ম্যাচ হেরে বাংলাদেশ ৫ পয়েন্ট খুইয়েছে। ২২৫ থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ২২০। তাতে আগের মতোই ২২৩ পয়েন্ট নিয়েই বাংলাদেশকে টপকে গেছে আফগানিস্তান। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড।

সবশেষ পাওয়া তথ্যানুযায়ী, ২৭১ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ২৬২ রেটিং নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। এ ছাড়া শীর্ষ পাঁচে আছে ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজ (২৪৬)। ছয় ও সাতে দক্ষিণ আফ্রিকা (২৪৫) ও শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতা পাকিস্তান আছে আগের মতোই আটে। তবে রেটিং পয়েন্ট বেড়েছে দলটির। পাকিস্তানের পয়েন্ট ২২৯।

ক্রিকেটের এই সংস্করণে ২০১২ সালে একবার টাইগাররা র‍্যাঙ্কিংয়ের চারে উঠেছিল। এই ফরম্যাটে সেটিই বাংলাদেশের সর্বোচ্চ অর্জন।

ওয়ানডে ফরম্যাটেও বাংলাদেশের থেকে বেশ এগিয়ে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশের দশের বিপরীতে আফগানরা রয়েছে তালিকার সাত নম্বরে। টেস্টে আফগানদের অবস্থান ১১-তে। বাংলাদেশ আছে ওয়েস্ট ইন্ডিজের পরের স্থান অর্থাৎ ৯-এ। এর পরেই রয়েছে আয়ারল্যান্ড।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বয়স হয়ে ২৮ বছর, আফগানিস্তানের ১৬।

সর্বশেষ সংবাদ

পুতিনের বাসভবনে ‘ইউক্রেনের হামলা’, উদ্বিগ্ন মোদি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেনের কথিত হামলার খবরে “গভীর উদ্বেগ” প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চলমান...

এই বিভাগের অন্যান্য সংবাদ