অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাপান সফরে বাংলাদেশের ১ লক্ষ দক্ষ জনশক্তিকে জাপানে পাঠানো এবং মাতাড়বাড়ি-মহেশখালীর প্রকল্পসহ দেশে বিনিয়োগ বৃদ্ধি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এবারের সফরে জাপানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ড. ইউনূস। নতুন উচ্চতায় যাবে জাপান বাংলাদেশ সম্পর্ক।
সফরে জাপানি প্রতিষ্ঠান জাইকার সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। জাপানি বিনিয়োগকারিদের কিভাবে সুযোগ সুবিধা দেয়া যায় সে বিষয়েও আলোচনা হবে সেমিনারে।
ব্রিফিংয়ে আহতদের চিকিৎসা নিয়ে এক প্রশ্নের জবাবে উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, আহতদের মানসিকভাবে সাপোর্ট দিতে সরকার চেষ্টা করছে।