spot_img

জুলাই গণ-অভ্যুত্থানের প্রেরণা ছিলেন নজরুল: রিজভী

অবশ্যই পরুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানসহ দেশের প্রতিটি জাতীয় আন্দোলনে অনুপ্রেরণার উৎস ছিলেন কাজী নজরুল।

রোববার (২৫ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণের সময় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

রিজভী বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের চেতনায় নজরুল ছিলেন এবং আছেন অনন্য প্রেরণার উৎস। সাম্প্রতিক জুলাই মাসে যে গণ-অভ্যুত্থান হয়েছে, তাতেও তরুণ সমাজ নজরুলের বিদ্রোহী চেতনায় উদ্বুদ্ধ হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘চলমান রাজনৈতিক সংকটকে ঘনীভূত করতে কিছু উপদেষ্টা কাজ করছেন। তাঁরা যদি নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়নে মনোনিবেশ করেন, তাহলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।’

নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই কবির সমাধিতে ভিড় করেন নানা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা ও সাধারণ মানুষ। পুষ্পাঞ্জলি, আবৃত্তি ও সংগীতের মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর লেখনীর মাধ্যমে ব্রিটিশবিরোধী আন্দোলন, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ এবং মানবতার পক্ষে সোচ্চার ছিলেন। আজও তার লেখা প্রজন্মের পর প্রজন্মকে সাহস, প্রেরণা ও প্রতিবাদের ভাষা জোগায়।

সর্বশেষ সংবাদ

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি বিএনপির: তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের অধীনেই একটি সুন্দর নির্বাচন আয়োজনের প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপির দাবি—ডিসেম্বরের...

এই বিভাগের অন্যান্য সংবাদ