spot_img

ভারত-পাকিস্তানের বৈঠক কোথায় হতে পারে জানালেন শেহবাজ শরিফ

অবশ্যই পরুন

ভারত ও পাকিস্তানের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য নিরপেক্ষ হিসেবে সৌদি আরবই উপযুক্ত স্থান। বুধবার (২১ মে) এ কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। খবর ডন

শেহবাজ শরিফ বলেন, সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল প্রদানের ক্ষেত্রে তিনি পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এর প্রেসিডেন্ট নওয়াজ শরিফের সঙ্গে আলোচনা করেছেন।

প্রধানমন্ত্রী বাসভনে একদল টিভি উপস্থাপকের সঙ্গে কথা বলার সময় শেহবাজ বলেন, ভারতের সঙ্গে কাশ্মীর, পানি, বাণিজ্য ও সন্ত্রাসবাদ ইস্যুতে আলোচনা করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তৃতীয় কোনো ভেন্যু নির্বাচনের সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে চীনকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেয়ার বিষয়টি উড়িয়ে দেন শেহবাজ। তিনি বলেন, ভারত এতে কখনও রাজি হবে না।

ওই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের একজন ডনকে বলেন, তৃতীয় নিরপেক্ষ দেশে হিসেবে সৌদি আরবে আলোচনার ক্ষেত্রে ভারত রাজি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সর্বশেষ সংবাদ

ওয়াশিংটনে দুই ইসরায়েলি দূতাবাসকর্মীকে হত্যা, যা বললেন মার্কিন প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি ইহুদি জাদুঘরের কাছে গুলির ঘটনায় দুই ইসরায়েলি দূতাবাস কর্মী নিহত হয়েছেন। ঘটনাটিকে ‘ইহুদিবিদ্বেষমূলক সহিংসতা’...

এই বিভাগের অন্যান্য সংবাদ