spot_img

রাজধানীতে এক রাতে দুই খুনের রহস্য উদঘাটন ডিএমপির

অবশ্যই পরুন

রাজধানীর জিগাতলা ও হাজারীবাগে এক রাতে দুই তরুণকে ছুরিকাঘাতে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় আলামতসহ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাতে এ দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জিগাতলায় নিহত সামিউর রহমান ওরফে আলভী (২৭) ধানমন্ডির একটি কলেজের ছাত্র।

তিনি হাজারীবাগে বিজিবি ৫ নম্বর ফটক সংলগ্ন বাসায় ভাড়া থাকতেন। অন্যদিকে হাজারীবাগে নিহত নুরুল হক (২৪) পেশাদার ফটোগ্রাফার ছিলেন। তিনি ধানমন্ডির শংকর এলাকার একটি মেসে থাকতেন।

বুধবার (২১ মে) ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জনান, হাজারীবাগ থানার জাফরাবাদ এলাকায় চাঞ্চল্যকর ফটোগ্রাফার নুরুল হক হত্যা এবং জিগাতলা এলাকায় চাঞ্চল্যকর আলভী হত্যা মামলার রহস্য উদঘাটন ও আলামতসহ আসামি গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ সংবাদ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের

এশিয়া কাপে সুপার ফোর থেকে হতাশাজনক বিদায়ের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে নেমেছিল বাংলাদেশ। সিরিজের প্রথম...

এই বিভাগের অন্যান্য সংবাদ