নস্ট্যালজিয়ায় মোড়া তিনটি নাম—রাজু, ঘনশ্যাম, আর বাবুভাইয়া। পর্দায় একসঙ্গে এলে দর্শকের হাসি থামতেই চায় না। সেই আনন্দের পরশেই কেটেছে একাধিক প্রজন্মের ছোটবেলা, কৈশোর। তাই ‘হেরাফেরি ৩’-এর ঘোষণা ছিল যেন পুরনো বন্ধুদের সঙ্গে ফের একবার দেখা হওয়ার প্রতিশ্রুতি। কিন্তু এবার ঠিক তার মধ্যেই ছেদ টানলেন ‘বাবুভাইয়া’। অভিনেতা পরেশ রাওয়াল জানালেন, তিনি আর এই ফ্র্যাঞ্চাইজিতে থাকছেন না।
এক সাক্ষাৎকারে পরেশ স্পষ্ট করেছেন, নির্মাতাদের সঙ্গে মতের অমিলের কারণেই এই সিদ্ধান্ত। কী সেই মতভেদ, তা না খুললেও ভক্তদের জন্য এই খবর একরকম হৃদয়ভাঙা মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে। কারণ, রাজু ও শ্যামের মধ্যে যিনি ভারসাম্য রাখতেন, হাসির গতি নির্ধারণ করতেন—তিনি বাবুভাইয়া। তাঁর উপস্থিতি ছাড়া ‘হেরাফেরি’-র ঘর যেন অসম্পূর্ণ।
এখন প্রশ্ন উঠছে, কে হবেন বাবুভাইয়ার জায়গায়? আদৌ কি কারও পক্ষে সম্ভব সেই ছায়ামূর্তিকে পূর্ণতা দেওয়া? অনেক অনুরাগী চাইছেন, মতভেদের বরফ গলে যাক। ফ্র্যাঞ্চাইজি ফিরে পাক তার মূল তিন মুখকেই।
প্রসঙ্গত, ২০০০ সালে প্রিয়দর্শন পরিচালিত ‘হেরাফেরি’ বক্সঅফিসে তুমুল সাফল্য পায়। ২০০৬-এ আসে ‘ফির হেরাফেরি’। সেই ধারাবাহিকতায় প্রায় ১৯ বছর পর তৈরি হচ্ছে তৃতীয় পর্ব। তবে নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত সিনেমা, গল্প বা কাস্টিং নিয়ে কোনও নিশ্চিত ঘোষণা আসেনি।