spot_img

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাত, কেনটাকিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের পুলাস্কি ও লরেল কাউন্টিতে গতকাল শুক্রবার (১৬ মে) রাতে একটি শক্তিশালী টর্নেডো আঘাত হানে। এতে বেশ কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউএস রুট ২৭ বরাবর অবস্থিত সমারসেট শহর, যেখানে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়।

স্থানীয় সময় রাত ১১টার দিকে সমারসেট ফায়ার ডিপার্টমেন্ট জানায়, শহরের ব্যস্ত এলাকায় অবস্থিত ব্যাক্সটার’স কফি শপ ও পাশের একটি লুথেরান গির্জা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের স্টপলাইট ২২ ও পার্কার’স মিল রোড এলাকায় ধ্বংসযজ্ঞের খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একই সময়ে টর্নেডোটি পুলাস্কি কাউন্টি থেকে লরেল কাউন্টির দিকে অগ্রসর হয়।

আবহাওয়াবিদদের মতে, টর্নেডোটির গতি ছিল ঘণ্টায় প্রায় ৪৫ মাইল এবং এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল। জাতীয় আবহাওয়া সংস্থা (NWS) আগেই সতর্কতা জারি করে জানায়, মোবাইল হোমে বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে।

টর্নেডোর আঘাতে বহু গাছপালা উপড়ে পড়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং বেশ কিছু সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এখনো পুরো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আবহাওয়াবিদরা এবং বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

সর্বশেষ সংবাদ

সোহানার মা রানি মুখার্জি, বড় চমক ‘কিং’ খানের

চলতি মাস থেকেই শুরু হতে চলেছে বলিউড কিং শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’-এর শুটিং। ছবিতে থাকছেও বেশ কিছু চমক।...

এই বিভাগের অন্যান্য সংবাদ