ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সংযুক্ত আরব আমিরাত। আসন্ন সিরিজের জন্য চমক রেখে দল ঘোষণা করেছে আমিরাত ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার (১৫ মে) আরব আমিরাতের ১৫ সদস্যের ঘোষিত এই দলে অধিনায়ক হিসেবে আছেন মোহাম্মদ ওয়াসিম।
আগামী ১৭ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। একদিন বিরতি দিয়ে ১৯ মে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।
আরব আমিরাতের স্কোয়াড: মোহাম্মদ ওয়াসিম, রাহুল চোপড়া, আয়ান খান, মোহাম্মদ জোহাইব, মোহাম্মদ জুহাইব, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, মাতিউল্লাহ খান, হায়দার আলি, ইথান সোজা, ধ্রুব পরাশর, আসিফ খান, আরিয়ানশ শর্মা, আলিসান শারাফু, সাগির খান, সিমারজিত সিং।
বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।