spot_img

পিএসএলে ডাক পেলেন সাকিব

অবশ্যই পরুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর ফের শুরু হচ্ছে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল ও পিএসএল। পাকিস্তান সুপার লিগ টুর্নামেন্টের নিলামে নাম দিয়েও অবিক্রীত থেকেছিলেন, সেই সাকিব আল হাসানকে এবার মাঝপথে দলে ভেড়ালো লাহোর কালান্দার্স।

সাম্প্রতিক উত্তেজনার কারণে কিছুদিন বন্ধ থাকা টুর্নামেন্টটি আবার শুরু হতে যাচ্ছে ১৭ মে থেকে। আর এই নতুন সূচিতে শক্তি বাড়াতেই সাকিবকে দলে টেনেছে লাহোর।

আগামী ৭ মে কোয়েটা ও ইসলামবাদের ম্যাচের পর বন্ধ হয়ে যাওয়া পিএসএল ফের মাঠে গড়াবে ১৭ মে। সাকিবের লাহোর কালান্দার্স পরের দিন খেলতে নামবে পেশোয়ার জালমির বিপক্ষে।

লাহোর পিএসএলের প্লেঅফের দৌড়ে ভালোভাবে টিকে আছে। ৯ ম্যাচ শেষে নামের পাশে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে তারা। মোট চারটি দল উঠবে প্লেঅফে।

সাকিবের মতো আইপিএলের মাঝপথে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। পিএসএলের মতো আইপিএলও স্থগিত হয়ে যায়। ওই প্রতিযোগিতাও ১৭ মে থেকে ফের মাঠে গড়াবে, যার জন্য মোস্তাফিজকে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছে।

সবকিছু ঠিকঠাক থাকলে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) মিললে, প্রায় ছয় মাস পর আবার মাঠে দেখা যেতে পারে সাকিবকে। জাতীয় দলের হয়ে তার সর্বশেষ ম্যাচ ছিল ২০২৪ সালের সেপ্টেম্বরে, ভারতের বিপক্ষে।

পিএসএলে সাকিবের অভিষেক ২০১৬ সালে, করাচি কিংসের হয়ে। প্রথম ম্যাচেই ৫১ রানের ঝলক ও এক উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন তিনি। এরপর পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে আরও কয়েক মৌসুমে অংশ নিলেও নিয়মিত ছিলেন না ইনজুরি ও আন্তর্জাতিক ব্যস্ততার কারণে।

এখন পর্যন্ত পিএসএলে সাকিব খেলেছেন ১৪টি ম্যাচ, করেছেন ১৮১ রান ও নিয়েছেন ৮ উইকেট।

সর্বশেষ সংবাদ

ভুটানের লিগে ২৮-০ গোলের অবিশ্বাস্য জয় সাবিনা-মনিকাদের

বাংলাদেশের ১০ নারী ফুটবলার খেলছেন ভুটান উমেন্স ন্যাশনাল লিগের তিন ক্লাবে। সানজিদাদের থিম্পু সিটি ও কৃষ্ণাদের ট্রান্সপোর্ট ইউনাইটেডের জয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ