spot_img

হত্যার হুমকি পেলেন শামি

অবশ্যই পরুন

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় নিন্দা জানিয়ে কঠোর বার্তা দেওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে হত্যার হুমকি দেওয়া হয়। এবার আরেক ভারতীয় ক্রিকেটার পেলেন হত্যার হুমকি। ভারতীয় ক্রিকেট দলের স্টার পেসার মোহাম্মদ শামিকে দেওয়া হলো এই হুমকি।

এদিকে শামি’কে প্রাণনাশের হুমকির পাশাপাশি তার কাছ থেকে ১ কোটি রুপি মুক্তিপণ দাবি করা হয়েছে। হুমকির ঘটনায় ইতোমধ্যে উত্তর প্রদেশের আমরোহা জেলার সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের হয়েছে। শামির ভাই হাসিব অভিযোগপত্র দায়ের করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এফআইআরে উল্লেখ করা হয়েছে, ‘রাজপুত সিন্দর’ নামের এক ব্যক্তি ই-মেইলের মাধ্যমে শামিকে হত্যার হুমকি দেন এবং মুক্তিপণ হিসেবে এক কোটি রুপি দাবি করেন। ওই ই-মেইলের ভিত্তিতেই অভিযুক্তের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ। আমরোহার পুলিশ সুপার জানিয়েছেন, ইন্ডিয়ান পেনাল কোড ২০২৩-এর ৩০৮(৪) ধারা এবং তথ্য প্রযুক্তি আইন ২০০৮-এর ৬৬ডি ও ৬৬ই ধারায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, চলমান আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন শামি। ৯ ম্যাচে ৬ উইকেট শিকার করেছেন ভারতীয় এই পেসার। সবশেষ ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন শামি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ সংবাদ

তরুণদের আরও বেশি রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনীতিতে যোগ না দিলে তরুণরা নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারবে না। তাই নিজেদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ