spot_img

পারমাণবিক অস্ত্র ছাড়াই ইউক্রেন যুদ্ধে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম রাশিয়া: পুতিন

অবশ্যই পরুন

পরমাণু অস্ত্রের ব্যবহার ছাড়াই যুদ্ধে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম রাশিয়া— এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর, দ্য গার্ডিয়ানের।

রোববার (৪ মে) রুশ রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যচিত্র ‘রাশিয়া, ক্রেমলিন, পুতিন, ২৫ বছর’- শীর্ষক এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

পুতিন বলেন, যুদ্ধে রাশিয়াকে নিউক্লিয়ার শক্তি প্রয়োগে বহু বার উস্কে দিয়েছে ইউক্রেন। কিন্তু এরপরও তেমন পদক্ষেপ নেননি তিনি। মস্কোকে বেকায়দায় ফেলতে কিয়েভ বিভিন্ন সময় ফাঁদ পেতে রেখেছে বলেও দাবি করেন পুতিন।

তিনি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের লক্ষ্য অর্জনে যথেষ্ট সক্ষমতা রয়েছে তাদের। যুদ্ধে পরামাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন হয়নি, আশা করছি হবেও না

উল্লেখ্য, পুতিন ছিলেন সাবেক কেজিবি লেফটেন্যান্ট কর্নেল। ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর বরিস ইয়েলৎসিনের কাছ থেকে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেন। জোসেফ স্টালিনের পর তিনিই সবচেয়ে দীর্ঘমেয়াদি ক্রেমলিন নেতা।

সর্বশেষ সংবাদ

স্বাস্থ্য খাত সংস্কার: এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ দ্রুত কার্যকরের নির্দেশ প্রধান উপদেষ্টার

স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখন বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ