spot_img

এ বছর কোরবানিতে গবাদি পশু আমদানির প্রয়োজন নেই: প্রাণিসম্পদ উপদেষ্টা

অবশ্যই পরুন

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এ বছর কোরবানির জন্য গবাদিপশু আমদানির প্রয়োজন নেই। অবৈধ পথে কোনো পশু যেন দেশে না আসতে পারে, এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার (৪ মে) দুপুরে সচিবালয়ে কোরবানির পশুর চাহিদা ও হাট ব্যবস্থাপনা নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

প্রাণিসম্পদ উপদেষ্টা জানান, এবার সারাদেশে ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার পশু কোরবানির জন্য প্রস্তুত আছে। তাই দেশে কোরবানির পশুর কোনো ধরনের সংকট তৈরি হবে না।

তিনি আরও বলেন, দেশের খামারের গরু ও ছাগল দিয়েই কোরবানি সম্পন্ন করা যাবে। পার্শ্ববর্তী দেশসহ মিয়ানমার থেকে চোরাই পথে পশু আসার তথ্য রয়েছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

কোনো পশুবাহী ট্রাক ছিনতাইকারীদের বিরুদ্ধেও কঠোর থাকবে পুলিশ। এসব বিষয়ে ফরিদা আখতার সতর্ক করে বলেন, বাসের লকআপে ছাগলসহ কোনো পশু পরিবহন করা যাবে না। এটা আইনের লঙ্ঘন।

সর্বশেষ সংবাদ

বিচার বিভাগ স্বাধীন না হলে অন্যান্য সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না: প্রধান বিচারপতি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা একটি অপরিহার্য বিষয়। যদি বিচার বিভাগ স্বাধীন...

এই বিভাগের অন্যান্য সংবাদ