পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজ হ্যাকড হওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে মন্ত্রণালয়। শনিবার (৩ মে) এ বিষয়ে একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।
এতে বলা হয়, কিছু অননুমোদিত ও অনুচিত বিষয়বস্তুও সেখানে কিছু সময়ের জন্য শেয়ার হয়েছে। পেইজটি রক্ষণাবেক্ষণের কাজ চলছে। একইসাথে তদন্তের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা আরও জোরদার করার কার্যক্রম চলমান।
ওই ফেসবুক পেইজ থেকে আসা কোনো পোস্ট বা বার্তা বিশ্বাস, শেয়ার বা তাতে সম্পৃক্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রেস বিজ্ঞপ্তিসহ অন্যান্য যাচাইকৃত প্ল্যাটফর্মের মাধ্যমে মন্ত্রণালয়ের সকল অফিসিয়াল হালনাগাদ ও বার্তা জানানো হবে বলে বলা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।