spot_img

গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৪৩

অবশ্যই পরুন

গাজায় চূড়ান্ত বর্বরতার পরও অভিযানের পরিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। লাগাতার আগ্রাসনে গতকাল শুক্রবার (২ মে) নিহত হয়েছেন আরও ৪৩ ফিলিস্তিনি।

জাবালিয়ার উত্তরে ভয়াবহ হামলায় বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে ৫ জনের মরদেহ। শঙ্কা, চাপা পড়ে আছেন আরও অনেকে। প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই চলছে উদ্ধার অভিযান।

এদিকে গাজা সিটিতে হামলায় প্রাণ গেছে শিশুসহ তিন জনের। আহত হয়েছেন আরও অনেকেই। এমন পরিস্থিতিতেই স্থল অভিযান বাড়ানোর পরিকল্পনা জানালো তেল আবিব। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর সবগুলো রিজার্ভ ইউনিটকেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, গাজায় দেড় বছরের আগ্রাসনে নিহত হয়েছে ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি।

সর্বশেষ সংবাদ

ঐক্যবদ্ধ থাকতে না পারলে ফ্যাসিস্টরা সুযোগ নেবে: এ্যানি

দেশের প্রত্যেকটি মানুষকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। এর মধ্যে ফাটল ধরানোর কোনও সুযোগ দেয়া যাবে না। ফ্যাসিস্টরা কিন্তু...

এই বিভাগের অন্যান্য সংবাদ