বিশ্বের ১২৪ শহরের মধ্যে আজ দূষিত শহরের প্রথম স্থানে রয়েছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (০১ মে) সকাল সোয়া দশটায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা গেছে।
সংস্থাটি জানায়, ১৭৩ স্কোর নিয়ে বায়ু দূষণের তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী। দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লি, তাদের স্কোর ১৭২। এই দুই শহরের বাতাসের মান সেখানে বসবাসকারীদের জন্য ‘অস্বাস্থ্যকর’।
১৬৭ স্কোর নিয়ে র্যাঙ্কিংয়ের তৃতীয় অবস্থানে রয়েছে সেনেগালের ডাকার শহর। ২ পয়েন্ট কম স্কোর নিয়ে চারে কুয়েত সিটি। পাঁচে রয়েছে পাকিস্তানের লাহোর, তাদের স্কোর ১৬৩। ভারতের আরেক শহর কলকাতা ১৬০ স্কোর নিয়ে রয়েছে ছয়ে। ১৫৫ ও ১৫২ স্কোর নিয়ে যথাক্রমে সাত ও আটে রয়েছে ইরাক ও উজবিকিস্তানের তাস্কেন্ত শহর। এ সবগুলো শহরের বাতাসের মানই ‘অস্বাস্থ্যকর’।
বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।