spot_img

কাশ্মির হামলা: বাবর আজমের সঙ্গে স্কেচের মিল থাকার দাবি নিয়ে যা জানা গেল

অবশ্যই পরুন

সোশ্যাল মিডিয়ার একাধিক ব্যবহারকারী গত বুধবার একটি ভারতীয় সংবাদমাধ্যম  ইন্ডিয়া টুডের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন; যেখানে দাবি করা হয়, কাশ্মিরের পাহেলগাম হামলার সন্দেহভাজন এক ব্যক্তির স্কেচ পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের মতো দেখতে। তবে, ভাইরাল হওয়া ছবিটি সম্পাদিত ছিল এবং আসল স্কেচটি বাবরের সঙ্গে কোনো মিল নেই।

গত মঙ্গলবার কাশ্মীরে একটি হামলায় ২৬ জন প্রাণ হারান। হামলাটি হয় পাহেলগামে, একটি জনপ্রিয় পর্যটনস্থল, যা মুসলিম-সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলে অবস্থিত এবং প্রতি গ্রীষ্মে হাজার হাজার পর্যটককে আকৃষ্ট করে।

এ হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের একটি পূর্বে অজানা গোষ্ঠী; বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গোষ্ঠীটি এই হামলাকে কাশ্মীর অঞ্চলে জনসংখ্যাগত পরিবর্তনের বিরুদ্ধে একটি প্রতিবাদ হিসেবে দাবি করেছে।

বুধবার, একজন ফেসবুক ব্যবহারকারী একটি স্ক্রিনশট শেয়ার করেন, যা ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-এর একটি কথিত সামাজিক মাধ্যম পোস্ট বলে দাবি করা হয়। সেখানে পাহেলগাম হামলার সন্দেহভাজনদের স্কেচ দেখা যায়, যার একটিকে বাবর আজমের মতো বলা হয়েছে।

২

এই পোস্টটি ২ হাজারের বেশি রিয়্যাকশন পায়। ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম Siasat.pk-তেও ছবিটি পোস্ট করা হয়। ক্যাপশনসহ: ‘ভারতীয়রা পাগল হয়ে গেছে – পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত।’

এই দাবিটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এবং ভারত-পাকিস্তানের মধ্যকার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষিতে জনস্বার্থের বিষয় হয়ে ওঠায় একটি ফ্যাক্ট-চেক চালানো হয়।

বিভিন্ন টুলের মাধ্যমে ছবি বিশ্লেষণ করে দেখা যায়, ‘ছবিটির মুখমণ্ডলে ৯৫ শতাংশ সম্ভাব্য বিকৃতি বা পরিবর্তনের ইঙ্গিত দেয়, এবং ফেক ইমেজ ডিরেকটর একে কম্পিউটার-উৎপাদিত বা সম্পাদিত ছবি হিসেবে চিহ্নিত করে।

রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায় ‘ইন্ডিয়া টুডে’ বুধবার যে আসল পোস্টটি করেছিল, তাতে বাবর আজমের সঙ্গে কোনো মিল ছিল না।

সুতরাং, এই ফ্যাক্ট-চেক নিশ্চিত করেছে, ভারতীয় সংবাদমাধ্যমের স্কেচে বাবর আজমের সঙ্গে সাদৃশ্য থাকার দাবি সম্পূর্ণ মিথ্যা। ভাইরাল হওয়া ছবিটি সম্পাদিত ছিল এবং আসল স্কেচটি বাবরের সঙ্গে কোনোভাবেই মেলে না।

সূত্র: ডন

সর্বশেষ সংবাদ

নিজের পছন্দের জায়গায় সমাহিত হলেন পোপ ফ্রান্সিস

নিজের ভালোবাসার জায়গা রোমের সান্তা মারিয়া ম্যাজিওর ব্যাসিলিকায় সমাহিত করা হয়েছে রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে। আজ শনিবার (২৬...

এই বিভাগের অন্যান্য সংবাদ