spot_img

গাজায় খাদ্যের মজুত শেষ: ডব্লিউএফপি

অবশ্যই পরুন

গাজায় খাদ্য সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। শুক্রবার (২৫ এপ্রিল) সংস্থাটি জানায়, তারা গাজায় নিজেদের শেষ খাদ্য চালান পৌঁছে দিয়েছে, এখন আর তাদের কাছে কোনো মজুত নেই।

ডব্লিউএফপির বিবৃতিতে বলা হয়, প্রায় দুই মাস ধরে ইসরায়েলি অবরোধ চলায় এই সংকট ভয়াবহ রূপ নিয়েছে। তাদের সহায়তায় পরিচালিত দাতব্য রান্নাঘরগুলোতেও পৌঁছে গেছে শেষ চালান। এতে করে কয়েক দিনের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে এসব রান্নাঘরের কার্যক্রম।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজার প্রায় ২০ লাখ বাসিন্দার ৮০ শতাংশই এসব রান্নাঘরের ওপর নির্ভর করছিল দৈনন্দিন খাবারের জন্য।

উল্লেখ্য, ২ মার্চ থেকে গাজায় খাদ্য, জ্বালানি ও ওষুধসহ সব ধরনের সরবরাহে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল।

সর্বশেষ সংবাদ

ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা এখনও চলমান রয়েছে এবং এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ