spot_img

ইসলামাবাদ হাইকমিশনের সব কর্মী প্রত্যাহারসহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ সিদ্ধান্ত মোদির

অবশ্যই পরুন

ভারতের কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। সৌদি আরব সফরে থাকা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেকটা তড়িঘড়ি করেই ফিরে গেছেন দেশে। মন্ত্রিসভার জরুরি বৈঠকে প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে বড় পাঁচটি সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যেগুলো দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতিতে প্রতিকূল পরিবেশ সৃষ্টির বার্তাই দিচ্ছে। খবর, এনডিটিভি’র।

বুধবার (২৩ এপ্রিল) মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে এসব সিদ্ধান্ত নেন নরেন্দ্র মোদি।

সিদ্ধান্তগুলোর হলো: ইন্দুস পানি চুক্তি বাতিল, পাকিস্তানি নাগরিকদের সার্ক ভিসা না দেয়া, পাকিস্তানের সঙ্গে আটারি সীমান্ত বন্ধ করে দেয়া, পাকিস্তানে ভারতীয় হাইকমিশন থেকে সব কর্মী প্রত্যাহার এবং পাকিস্তানি নাগরিকদের বর্তমান ভিসা বাতিল করার পাশাপাশি তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, হামলাকারীরা পরিচয় জেনে হত্যাকাণ্ড সংঘটিত করেছে। কাশ্মিরভিত্তিক সশস্ত্র গোষ্ঠী দ্য রেসিসটেন্স ফোর্স (টিআরএফ) হামলার দায় স্বীকারও করেছে।

উল্লেখ্য, কাশ্মিরের হামলা নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বক্তব্য দেয়নি ভারত সরকার। এমনকি আহতদের সংখ্যাও প্রকাশ করেনি তারা।

সর্বশেষ সংবাদ

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় পরিবর্তন

বাংলাদেশ পুলিশের ওএসডি হওয়া ৭৬ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার...

এই বিভাগের অন্যান্য সংবাদ