spot_img

ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব: আমীর খসরু

অবশ্যই পরুন

চলতি বছরের ডিসেম্বরের আগেও জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৬ এপ্রিল) মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরও বিএনপি আশ্বস্ত নয়— দলের মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে আমীর খসরু বলেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন, আমরা সেটাই রিপিট করেছি।

তিনি বলেন, নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে কারণ, প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যেসব সংস্কারের বিষয়ে ঐক্যমত্য আসবে, সেসব বিষয়ে সংস্কার করা হবে। এছাড়া জুলাই অভ্যুত্থানের যে সনদ, তাতে সই করা কোনো সময়ের ব্যাপার না। সুতরাং নির্বাচনের রোডম্যাপ না দেয়ার কোনো কারণ নেই।

এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগের ব্যাপারে প্রশ্ন করা হলে আমির খসরু কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে, নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। এই ধরনের প্রশাসন নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে ইসরায়েল, ট্রাম্পের সতর্কবার্তা

পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে তেলআবিব। এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি মানচিত্রে...

এই বিভাগের অন্যান্য সংবাদ