spot_img

ফ্রান্সে একযোগে কয়েকটি কারাগারে হামলা

অবশ্যই পরুন

একযোগে ফ্রান্সের শহর- তুলনের বেশ কয়েকটি কারাগারে হামলা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন ফরাসি বিচারমন্ত্রী।

বিবৃতিতে জানান, স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে দক্ষিণাঞ্চলীয় শহর তুলনের বিভিন্ন কারাগারে হামলা চালানো হয়েছে। পাশাপাশি আতঙ্ক ছড়াতে যানবাহনে করা হয়েছে অগ্নিসংযোগ। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

ফরাসি কর্মকর্তাদের অভিযোগ, সরকারের মাদক বিরোধী কঠোর অবস্থান রুখতে হামলা চালিয়েছে অপরাধীরা। যদিও এসব হামলায় কারা জড়িত তা এখনও জানা যায়নি। তবে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানান কর্মকর্তারা।

এর আগে, বিগত কয়েক বছর ধরে ইউরোপে দক্ষিণ-আমেরিকার কোকেন পাচার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সও এর হাত থেকে রক্ষা পায়নি। ফলে কঠোর হয় সরকার। জব্দ করা হয় রেকর্ড পরিমাণ কোকেন এবং সাদা পাউডার। এ থেকে পরিত্রাণ পেতে কঠোর অবস্থানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার করা হয় মাদক সম্রাটদের। এরই জেরে এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত: উপদেষ্টা ফাওজুল কবির

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত ছিল উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ