spot_img

লন্ডনে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন জামায়াতের আমির

অবশ্যই পরুন

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। গত রোববার (১৩ এপ্রিল তারেক রহমানের বাসায় তাদের মধ্যে এই সাক্ষাৎ হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

পোস্টে তিনি লেখেন, সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ্‌ আবু তাহের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তারা দেখা করেন। এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন।

তিনি আরও লেখেন, খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের দুই শীর্ষনেতার কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। এই সাক্ষাৎ রাজনীতির রসায়নে নতুন কোনও ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে, তা বুঝতে হলে আমাদেরকে চোখ রাখতে হবে সামনের দিকে।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের মিশনপ্রধান আন্দ্রে কার্সটেন্স। বুধবার (৬ আগস্ট)...

এই বিভাগের অন্যান্য সংবাদ