spot_img

নিলামে উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ‘গোলকোন্দা ব্লু’ ডায়মন্ড

অবশ্যই পরুন

নিলামে উঠতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ও চকচকে ব্লু ডায়মন্ড বা নীল হীরা। গত ১শ’ বছরে প্রথমবারের মতো নিলামে ওঠা সবচেয়ে বিখ্যাত নীল হীরা এটি। এতো বছরেও কোনো পরিবর্তন হয়নি গোলকোন্দা ভিভিড ব্লু ডায়মন্ড নামের হীরাটির আকার, ওজন ও রঙের। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ নিলামে তুলছে ২৩ ক্যারেটেরও বেশি ওজনের এ চোখ ধাঁধানো হীরাটি।

আগামী ১৪ই মে সুইজারল্যান্ডের জেনেভায়, ফোর সিজনস হোটেলে আয়োজিত হবে এ নিলাম। ৩৫ থেকে ৫০ মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে ডায়মন্ডটি।

বোরনের কারণে গাঢ় নীল রঙ ধারণ করেছে এ ভিভিড ডায়মন্ডটি। দক্ষিণ-মধ্য ভারতের বিখ্যাত গোলকোন্দা খনি থেকে উৎপত্তি এ হীরার।

ভারতের রাজকীয় ঐতিহ্যের একটি অংশ পিয়ার বা নাশপাতি আকৃতির এ হীরাটি। একসময় ইন্দোরের মহারাজা যশবন্ত রাও হোলকরের মালিকানায় ছিল এটি। এরপর বহু খ্যাতনামা জুয়েলার ও সংগ্রাহকদের হাতে হাতে ঘুরেছে এ রত্ন। বর্তমানে এটি বসানো আছে ফরাসি জুয়েলার জার-এর ডিজাইন করা একটি আংটিতে।

সর্বশেষ সংবাদ

পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসারে কাজ করতে হবে: সৈয়দা রিজওয়ানা

পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি ঐতিহ্যবাহী বস্ত্রের প্রসারে কাজ করতে হবে। টেকসই উন্নয়নের সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্য গভীরভাবে যুক্ত। আমাদের ঐতিহ্য সংরক্ষণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ