spot_img

নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের, রাজি নয় হামাস

অবশ্যই পরুন

গাজা যুদ্ধ থামাতে হামাসকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর। তবে প্রস্তাবে ‘প্রতিরোধ নিরস্ত্রীকরণের’ বিষয় অন্তর্ভুক্ত থাকায় তা নিয়ে উদ্বেগ জানিয়েছে হামাস।

সোমবার (১৪ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, মিশর হামাসকে যে প্রস্তাব দিয়েছে, তাতে স্পষ্ট বলা হয়েছে—ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আগে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোকে অস্ত্র সমর্পণ করতে হবে।

আল জাজিরা আরবকে এক নাম প্রকাশে অনিচ্ছুক জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা জানান, “মিশরের নতুন প্রস্তাবে আমাদের প্রতিনিধি দল বিস্মিত হয়েছে। প্রস্তাবে প্রতিরোধের নিরস্ত্রীকরণ নিয়ে জোর দেওয়া হয়েছে, যা আমাদের জন্য অগ্রহণযোগ্য।”

তিনি আরও বলেন, “মিশরীয় পক্ষ জানিয়ে দিয়েছে, অস্ত্র সমর্পণ না করলে যুদ্ধবিরতির আলোচনা সম্ভব নয়। কিন্তু হামাসের দৃষ্টিভঙ্গি পরিষ্কার—ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং গাজা থেকে পূর্ণমাত্রায় সেনা প্রত্যাহার ছাড়া কোনো চুক্তি হবে না।”

ইসরায়েলও পূর্বে একাধিকবার বলেছে, হামাসকে পুরোপুরি পরাজিত ও নিরস্ত্র করতেই যুদ্ধ চালিয়ে যাবে। ফলে যুদ্ধবিরতির সম্ভাবনা এখনও অনিশ্চিত।

সর্বশেষ সংবাদ

দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আ.লীগ: প্রেস সচিব

বাংলাদেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ এমন দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী...

এই বিভাগের অন্যান্য সংবাদ