spot_img

চকলেটের লোভ দেখিয়ে যৌন হেনস্থা, মুখ খুললেন অভিনেত্রী

অবশ্যই পরুন

খুব ছোট বয়সে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে অভিনেত্রী চাহাত খান্নাকে। চকলেটের লোভ দেখিয়ে দিন পর দিন হেনস্থা করা হয় তাকে। তা-ও আবার আবাসনের এক চাচার কাছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে চাহাত বলেন, ‘আমাদের আবাসনের এক বাঙালি কাকু ছিলেন, যিনি আমার জন্য চকলেট নিয়ে আসতেন প্রায় দিন। কোলে বসাতেন। তখন বুঝতে পারিনি, এই উছিলায় কী করছেন। বহু বছর পর আমার এক বন্ধু তার নামে অভিযোগ দায়ের করায় আমার উপলব্ধি হলো, এই একই কাজ আমার সঙ্গেও হয়েছে’।

ছোট থেকেই ধর্ম নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে বলে জানান চাহাত। হিন্দু ধর্মের পাশাপাশি ইসলাম ও খ্রিস্ট ধর্ম নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ধর্মান্তরিত হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেন। কিন্তু সেই বিয়ে স্থায়ী হয়নি। এর আগে হিন্দু ধর্মের রীতিনীতি মেনে বিয়ে। সেখানেও অশান্তি। দুটো বিয়েতে কপালে বিচ্ছেদ জুটেছে চাহাতের। এই মুহূর্তে দুই সন্তানের মা। সাক্ষী তনওয়ার ও রাম কপূর অভিনীত ‘বড়ে অচ্ছে লাগতে হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন চাহাত। নিজের ব্যক্তিগত জীবনের কারণে হামেশাই চর্চায় থাকেন তিনি। বিবাহবিচ্ছেদের পর গায়ক মিকা সিংহের সঙ্গে তার সম্পর্কের খবর শোনা যায়। কিন্তু সেটাও খুব বেশি দিন টেকেনি।

সর্বশেষ সংবাদ

বৈদেশিক কর্মসংস্থানে নতুন প্ল্যাটফর্ম ওইপি উদ্ধোধন

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিনামূল্যে সেবা প্রদানের জন্য ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি)...

এই বিভাগের অন্যান্য সংবাদ