spot_img

৬৪ বছরে অভিষেক হয়ে ইতিহাস গড়লেন পর্তুগিজ ক্রিকেটার

অবশ্যই পরুন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬৪ বছর বয়সে নাম লিখিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন পর্তুগিজ নারী ক্রিকেটার জোয়ানা চাইল্ড। গত ৭ এপ্রিল নরওয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় বয়স্কতম ক্রিকেটার হিসাবে অভিষেক হয় তার।

এর আগে রয়েছেন জিব্রাল্টারের স্যালি বার্টন। ৬৬ বছর ৩৩৪ দিনে তার অভিষেক হয়েছিল। এবার এই তালিকায় দ্বিতীয় স্থান দখল করলেন জোয়ানা চাইল্ড। ৬৪ বছর ১৮৪ দিনে অভিষেক হয়েছে এই ক্রিকেটারের।

সম্প্রতি নরওয়ের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ খেলে পর্তুগাল। সিরিজের ৩ ম্যাচেই পর্তুগিজ দলে ছিলেন জোয়ানা চাইল্ড। তবে ব্যাট ও বল হাতে তেমন আলো কাড়তে পারেননি এই ক্রিকেটার। প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে কেবল ২ রানে আউট হন। অবশ্য সেই ম্যাচে তার দল জিতেছে। ১০৯ রান করেও ১৬ রানের ব্যবধানে জয় পায় পর্তুগিজরা।

যদিও দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি চাইল্ড। বল করতে নেমে চার বলে দেন ১১ রান। জোয়ানার বাজে দিনে দলও হেরেছে। ১৩৭ রান তাড়ায় ৮ বল এবং ৫ উইকেট হাতে রেখে জিতেছে নরওয়ে। সিরিজের শেষ ম্যাচে ব্যাট ও বল কোনটাই করার সুযোগ পাননি জোয়ানা। তবে দল জিতেছে বড় ব্যবধানে।

সিরিজের আগে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি চাইল্ড। তবে সরাসরি জাতীয় দলে সুযোগ পাওয়া বয়োজ্যেষ্ঠা এই ক্রিকেটারকে দলের সবার জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন পর্তুগিজ অধিনায়ক।

সর্বশেষ সংবাদ

অনিয়মিত খাবার খেয়ে অজান্তেই শরীরের যেসব ক্ষতি করছেন

সকালের নাশতাকে বলা হয় দিনের আদর্শ ও গুরুত্বপূর্ণ খাবার। তবে এর অর্থ এই নয় যে দুপুরের ও রাতের খাবারের...

এই বিভাগের অন্যান্য সংবাদ