spot_img

মার্চে পণ্য রফতানি আয় ৪২৫ কোটি ডলার

অবশ্যই পরুন

গত মার্চ মাসে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৪২৫ কোটি ডলার। গত বছরের একই মাসের চেয়ে যা সাড়ে ১১ শতাংশ বেশি। সোমবার (৭ এপ্রিল) রফতানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের মার্চ মাসে রফতানি আয়ের পরিমাণ ছিল ৩৮১ কোটি ডলার। চলতি অর্থবছরের ৯ মাসের গড় রফতানিও বেশ ভালো। মোট রফতানি আয় হয়েছে ৩ হাজার ৭১৯ কোটি ডলার।

রফতানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদন বলছে, বরাবরের মতো তৈরি পোশাকই এখনও রফতানি খাতের মূল ভরসার জায়গা। মোট ৩ হাজার ৩৬১ কোটি ডলারের রফতানি আয়ের মধ্যে এই খাত থেকেই এসেছে ৩ হাজার ২৫ কোটি ডলার। তবে আগামীতে রফতানি আয়ের এ গতি ধরে রাখা যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে বর্তমান আমদানি শুল্ক হারের অতিরিক্ত ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এতদিন এ হার ছিল গড়ে ১৫ শতাংশ। অর্থবছরের ৯ মাসে তৈরি পোশাকের বাইরে অন্যান্য পণ্যের রফতানি পরিস্থিতিও মোটামুটি ভালো। চামড়া ও চামড়া পণ্যের রফতানি বেড়েছে ১০ শতাংশ। পাট ও পাটপণ্যের রফতানি কমেছে ৮ শতাংশের মতো।

সর্বশেষ সংবাদ

তরুণ প্রজন্ম নতুন সভ্যতার প্রধান স্থপতি হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই নতুন সভ্যতার প্রধান স্থপতি হবে তরুণ প্রজন্ম। পূর্ববর্তী প্রজন্ম যেখানে পুরনো ব্যবস্থায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ