spot_img

আঞ্চলিক ইস্যুতে সৌদি যুবরাজকে ইরানের প্রেসিডেন্টের ফোন

অবশ্যই পরুন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। শুক্রবার (৪ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। খবর আরব নিউজের।

এ সময় সাম্প্রতিক সময়ের আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন তারা। এছাড়া বিভিন্ন ইস্যু নিয়ে পারস্পরিক সম্পর্ক স্থাপনে কথা বলেন এই দুই নেতা।

আলাপে নেতারা ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। তাদের নিজ নিজ দেশ এবং বিস্তৃত অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির বিষয়েও কথা বলেন।

কথোপকথনে মধ্যপ্রাচ্যে মূল অগ্রগতির বিষয়গুলো উঠে আসে। দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার চলমান প্রচেষ্টাসহ পারস্পরিক স্বার্থের বেশ কয়েকটি বিষয় পর্যালোচনা করেছেন।

এর আগে বুধবার কুয়েত, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), জর্ডান এবং বাহরাইনের শীর্ষ নেতাদের সঙ্গেও ফোন কলে কথা বলেছেন পেজেশকিয়ান। এ সময় অঞ্চলজুড়ে সম্পর্ক উন্নত করার জন্য ইরানের প্রতিশ্রুতির ওপর জোর দেন তিনি।

সর্বশেষ সংবাদ

এবার ভক্তদের যে সুখবর দিলেন হামজা

প্রতিবার বিশ্বকাপ এলে বোঝা যায় বাংলাদেশের মানুষ ফুটবলকে কতটা ধারণ করে। মূলত পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়েই ফুটবল নেশায় ডুবে থাকেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ