spot_img

প্রাইভেটকারের ধাক্কায় ফ্লাইওভার থেকে নিচে পড়ে প্রাণ গেল মোটরসাইকেলের ২ আরোহীর

অবশ্যই পরুন

রাজধানীর মিরপুর কালশি নতুন রাস্তা ফ্লাইওভারের উপরে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক ফ্লাইওভার থেকে নিচে পরে মারা গেছে। তাদের বয়স আনুমানিক (১৮) ও (১৯) বছর।

শুক্রবার (৪ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে মিরপুর ১২ নম্বরে কালশি নতুন রাস্তা ফ্লাইওভারে ঘটনাটি ঘটে। আহতাবস্থায় পথচারীরা দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত এগারোটার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. রকি জানান, রাতে মিরপুর কালশি ফ্লাইওভারের উপর থেকে দু’জন ছিটকে নিচে পড়ে আহত হন। দেখতে পেয়ে তাদের দু’জনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রকি আরও জানান, নিহত দু’জন মোটরসাইকেলে ছিলেন। ফ্লাইওভারের উপরে একটি প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ লেগে দু’জন নিচে পড়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, রাতে পথচারীরা ওই দুই যুবককে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বোলার আল ফাহাদের বিধ্বংসী স্পেল ও ব্যাটসম্যান জাওয়াদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ